তোমার কিরণে পাখি
পেয়েছে প্রথম অরুণ প্রহর
তোমার করুণায় অন্ধজন
জেনেছে সৃজন
চেতনার পক্ষে সম্ভব
হয়েছে চন্দ্রারোহণ
শিকড় ছুঁয়েছে শিখর
মৃত্তিকার বুকে ছড়িয়েছো মঙ্গলকণা
সমুদ্রতল থেকে তুলে এনেছো সোনা
মৃত্যুকে করেছো ক্রীতদাস
কাগজে বুনেছো কিশোরী ঘাস
তুমি জলকে চিনিয়েছো বাষ্প
বাঙালীকে দেখিয়েছো বিশ্ব
শিকল কেটে ঈশ্বরকে এনেছো
স্বাধীন আকাশে
হৃদয় ভেঙে মর্মতল ভিজেয়েছো
সুধা বারিশে ।