এই তান্ডব আর আমি একা
উত্তাল সমুদ্রে কেবলই আমি একা
অপলক অবিচল নির্বাক
সীমাহীন এক পথিক
ভীতিহীন নির্দয় এক পথিক
তোমার উপেক্ষা অধিক
কোনো কিছুই আজ আর
আমার রক্তের আন্দোলন কে
গতি দেয় না নীরা ...
তুমি এই ভয়ানক
সমুদ্রের থেকেও অধিক
অধিক শক্তিশালী
আর তোমার নিস্তব্ধতা
যেন আমার মৃত্যুর
পূর্ব শর্ত ...!