না,
সেই প্রেমটা আর করা হয়নি
যে প্রেমে সমাজ হাসে গলার ফাঁসে
যে প্রেমে স্বপ্ন আসে উর্দ্ধশ্বাসে
যে প্রেমে তুমি আমি স্রোতের বিপরীত
যে প্রেমে তুমি আমি উদ্বাস্তু পথিক
যে প্রেমে রবীন্দ্রনাথও আবহ তে থাকে
যে প্রেমে জীবনানন্দ বৃষ্টি গায়ে মাখে
যে প্রেমে ভোরের শিশিরে উদাসীন বিক্ষোভ
যে প্রেমে শহর ছাড়িয়ে সবুজের সংযোগ
যে প্রেমে বৈধ কেবল ...কেবল আকুলতা
যে প্রেমে নগ্ন শরীর -সেও বাতুলতা
যে প্রেমে শুধুই জোয়ার সময় ছোঁয়ার
যে প্রেমে ক্লান্ত হাসি বারোমাসিই
যে প্রেমে প্রশ্রয় সাগর দিয়ে ঘেরা
যে প্রেমের আশ্রয়েই প্রতিনিয়ত ফেরা ...!