এই উন্মাদের চক্রান্তে
আমিও হলাম ব্রহ্মচারী  
শীত পোশাকের ব্যাভিচারী
নাম না জানা তীব্র জ্বরে
হারিয়ে গেলাম দ্বি প্রহরে
দিবা নিশি স্বর্গ বাসে
শুধুই দেখি আবছা পাশে
মেঘের মতো রোদের কাছে
তুমিও যেন খুব ছোঁয়াচে ...!
                                  


কুলকিনারা ছন্নছাড়া
রাধার শোকে তপ্ত যারা
কঠিন সুখে বাঁশির সুরে
বৃষ্টি মাখুক কেবলই তারা
শব্দ কোষের গল্প ভিড়ে
জটিল শহর তোমায় চিরে
হাসনুহানা হাসতে থাকুক
বাঁচার মতো একটু বাঁচুক ..