অনেক কষ্ট পাচ্ছি,
তাও কষ্টগুলো আমার কাছেই রাখছি,
আনন্দ ভরিয়ে দিচ্ছি তোমায়
তুমি অবুঝের মতো ভালবাসা নিচ্ছ।


ভাঙ্গা একটা আয়নায় নিজেকে দেখছি,
এটা কি আমি?
অনেকক্ষণ তাকিয়ে থাকলাম,
ভাঙ্গা আয়না আর কত ভাঙবো।


অর্থহীন নিরবতা আবেগহীন হয়ে যাচ্ছি,
মৃত্যুকে নিজের প্রিয়ার মতো আলিঙ্গন করতে চাই,
ভুবনের যতো প্রবঞ্চনা, মিথ্যা মায়া,
সবকে লাথি মারতে চাই।


ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে
উপলক্ষহীন যন্ত্রণা,
মনে মনে আনমনে
বিকারহীন মন্ত্রণা।


কিসের তোদের এতো অহংকার? ,
কিসের তোদের এতো বর্বরতা?


আজ সব শেষ করে দিবো,
কবির কবিতা তোদের
শেষ করে দিবে...
এটাই আমার শেষ কথা।