কবি সম্পর্কে আমার আম্মা হন। তার দুটি গল্প একটি পত্রিকায় প্রকাশ হয়েছে। তিনি যদি লেখালেখি পেশা হিসাবে নিতেন তবে অনেক নাম করতেন। তার কবিতাগুলোর রচনাকাল ১৯৬৮-১৯৭০সালে।
আমি অনেক আগে তার কবিতাগুলোর সন্ধান পাই। কিন্তু কোথায় প্রকাশ করব তা বুঝতে পারি না। আমার কবি ফারহানা শারমিন বাংলা কবিতায় কবিতা দিত। তার দেখাদেখি আমি আমারটা দিতে দিতে আম্মাটা দেওয়া শুরু করি। অবাক হয়ে দেখি আম্মার পাঠক সংখ্যা আমার চেয়ে বেশি। একদিকে আনন্দ আরেকদিকে হিংসা লাগে। তবে এখন খুব দুঃখ লাগে, আম্মার লাল খাতার কবিতার সংখ্যা কমে যাচ্ছে। নতুন করে আর সে কবিতা লেখতে পারে না। বয়স আর একাকীত্বর কারনে আজ সে কেমন হয়ে গেছে। আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমার আম্মার সে কবিত্ব যেন আবার ফিরে আসে। আমরা যেন আরও নতুন কবিতা তার থেকে পাই।
২-৫-১৪