তনু আমি খুবই লজ্জিত
কারণ আমি বাংলাদেশী
সেই বাংলাদেশী
যারা নাকি ৭১ মুক্তিযুদ্ধ করেছিল
৫২ এ ভাষার জন্য প্রান দিয়েছিল
৯০ ই গন আন্দোলন করেছিল


আজ আমাদের স্বাধীনতা বিপন্ন
আজ আমাদের শিশুরা অন্য ভাষায় কথা বলে
আজ আমাদের গণতন্ত্র বলে কিছু নেই


ঘরে ঘরে পুরুষ নামে হিজরারা থাকে
চরিত্রহীন লম্পটরা আমাদের মা-বোন নিয়ে খেলে
প্রতিদিন মানুষ গুম হয়ে যায়
একটার পর একটা অপকর্ম হয়
এক খবর দিয়ে আরেক খবর ঢাকা পড়ে যায়


তনু আমি খুব লজ্জিত
কবি হিসাবে ব্যর্থ
তোমার লাশ নিয়ে তারা খেলছে
তোমাকে প্রতিদিন ধর্ষণ করছে


তনু তুমি মরনি
মরেছি আমরা
কারণ মৃতরা প্রতিবাদ করতে জানে না।
৪-৪-১৬