সুবেহ সাদিকের এক পশলা বর্ষায়,
নিদ্রিত শহরে ঝিঁঝিঁ পোকার ডাক।


সারারাত জেগে ভোরের শহুরে ঘুম,
মোয়াজ্জিমের   ডাক   শুনবো বলে,
                    মোর রাত্রি নির্ঘুম!


আজান শুনিয়া, জুব্বা-টুপি লাগাইয়া
                       খুলিলাম দোর!
চারিদিকে   শুনশান, নিস্তব্ধ-নিঝুম!


খোলা বাতাসে  বৃষ্টির গন্ধে,
        আমি হেটে চলিলাম
মেঠো পথ ধরে!


আবছা আলো-আঁধার পেড়িয়ে,
আযানের  সুরে  মুগ্ধ  হয়ে ।


তাজা বাতাসের  নিঃশ্বাস,
            ভরে যায় প্রাণ।
রবের কদম চুমাবো বলে,
           উতলা মন খান।  


আজরাইল,
তুমি এসো গো সিজদায়!
সঁপে দিও মোর প্রাণখানি,
          রবের পদধূলাই।