নীলা কাশে সাদা মেঘ ভেলা,
উড়ে-উড়ে বেড়ায়।
কখনো কাঠ ফাটা রোদ্দুর,
কখনোবা মেঘ ভেজা বৃষ্টি।
মেঘলা আকাশে বিজলী !
তুমি মনের আয়নায়,
প্রতিনিয়ত থমকে দাঁড়াও!
তবে কেনো?  
আমাতে এমন কিছুই নেই যে,
তোমাতে মুগ্ধ করবে জানি!
ভোরের শিশিরে পা ভিজিয়ে ,
তুমি কাকে ই বা অনুভবে নাও?
আমাকে নেবার ইচ্ছে ও  নেই বুঝি!
বেখেয়ালে মনের বারান্দায় দাঁড়িয়ে,
তুমি চুপিসারে কাকে ভাবছো?
যার অপেক্ষায় প্রহর গুনছো,
সে কি আমিই ছিলাম কি না!
তবুও কেনো তোমার মেঘ কালো
মন, আনমনে পথ পানে!
পারবে কি দুহাতে-দুহাত,
শক্ত পথে চলতে?
মাতাল হাওয়া তোমাতে,
আমাতে অঝর বৃষ্টি !
হাওয়া বদলের খেলা শখি
অবেলার অবহেলায়!