আমি পুরুষ-
       আমি ধর্ষক নয়!
সমাজ দিয়েছে সাহস
    নারী নয় লজ্জিতা!
তোমার শরীরের ভাজে-
               ভাজে লোভ!
আহা কি দারুণ গন্ধ।
নামী দামী কসমেটিকে,
নিজেকে বানিয়েছ পণ্য!
পুরুষ আমি,
           আমার কি দোষ?
    আমারো ইচ্ছা জাগে!
লোকাল বাসের চিপাই,
কাঁচা মাংসের খোঁজে ।
বাসায় বলেছি,
             বিয়ে দাও বাবা।
পেয়েছি অপমান-সাজা!
নেই মোর চাকরি-পয়সা
       যৌবন পাগল পারা!
ধর্ষক তবে কি?
                  আমি পুরুষ!
নাকি এ সমাজ ব্যবস্থা?
উত্তর চাই-উত্তর চাই!
গণতন্ত্রের নামে
           রাজতন্ত্রের রাজা!
চাকুরীর বাজারে
               নারীগ্রাধীকার!
পুরুষ বেকার বোঝা।
তোকে বলছি হে,
                অন্ধ সমাজ!
  পারলে এটাকে থামা!
মূর্খ রা সব
             সমাজের মাথা,
কোথায় বুদ্ধিজীবী!
ভীতু জনগণ
              চুপিসারে তাই!
সহ্য করছে সবই!
নিরাপত্তা শুধু
            মাথা-মন্ডুদের।
বাকি সব হল-হলা!
দায়িত্বের বোঝা
           ঝেড়ে ফেলেছে।
    ঘুষে পেট যে ভরা!
পয়সার লোভে
               হয়েছে পশু,
কিসের আইন-নিয়ম?
থুথু দে তার কপালে,
নতুন প্রার্থী বাছুন!
পরিকল্পনা
      আগে থেকে তার,
মিথ্যায় পেট ঠাসা!
সত্য তবে,
     বেরবে কি করে?
বিবেকের মন্ডু ছেঁড়া!
মরণের বাণ মারবে
               আজরাইলের,
প্রস্তুতি নে তোরা!
কবরে গিয়ে
       কি জবাব দিবি?
তাই ভেবে কর সাড়া!