যেদিন তোমায় প্রথম পেলাম,
অামার মনের রঙিন দেশে।
সেদিন তুমি ভীষণ তেজী,
অবাক মুখে অনেক রাগী।
তবু তুমি মিষ্টি ভারী,
হাসির সাগরে বুলবুলি পাখি।
কোমল জলে তোমার অাঁখি,
চুলের মাঝে কেবল দেখি
শত ডানার প্রজাপতি।
অামার দ্বীপ এর গহীন কোনে,
তোমার বাড়ি অনেক খানে।
অনেক ভেবে একটা ভবে
পেলাম যখন তোমায় খুঁজে,
তখন কি অার অামায় ছেড়ে,
পালাবে তুমি ভিনদেশেতে?
ভিনদেশের ঐ অাকাশ জুড়ে,
অামি রবো কেমন করে?
তোমায় ছেড়ে অনেক দূরে,
তবু তুমি অামার মনে।