অামি এই পৃথিবীর বুকে নিরন্তর খুঁজেছি তোমাকে;
দেশের শুরু হতে দেশের শেষে,
যেখানে ঝরেছে মিহিকা নিশির অন্ধকারে;
যেখানে থমকে অাছে জীবন,
তোমার শব্দহীন ঘ্রাণের টানে;
সন্ধার বাতাসে যখন জোনাকি উড়েছে অাকাশে,
দেখেছি তোমায় তখন এক ঝলক কল্পনাতে;
যেন কয়েছো কথা পাতার শিউরে উঠা শব্দে;
কৃষ্ণচূড়ার গাঁয়ে লেগে ছিল তোমার রক্তিম লাল ঠোঁট;
তোমার কলঙ্কময় দু-চোখ;
তখন পৃথিবী ছিল ক্লান্তির ঘোরে;
সকল ব্যাথা ফিরে অাসে নীড়ে,
যখন চোখ হারায় তোমার চিহ্ন ;
সময়ের পথধূলিতে জানিনা অাবার কবে,
তুমি বসবে ঘাস ভরা হৃদয়ে;
অনন্ত প্রেমের প্রজাপতির মত যখন
বসন্ত অাসে ঘাসফুলের দেশে;