পৃথিবীর রাজ্যে ছিল সে; হয়ত বিত্তশালীনির দেশে;যেন নেশা লাগতো যখন সে ছিল পাখির মত মুরুভুমির উতপ্ত বালুতে;যখন সে উড়তো সাগরের স্রোতে;তেমনি দেখেছি তারে বহুবার এ ভবো-ঘুরো জীবনে;
সে ছিল মোর মনোমোহিনী,লাল প্রজাপতির  মত যখন সে দৃষ্টি দেখেছিলো অাকাশের নীড় ;সে নীড়ের মাঝে ছিলাম অামি;
চোখ দুটো যেন গভীর সমুদ্র;
সেখানে তারে চেয়েছি যেন স্বপ্নের মত ;
সেদিন হয়ত কোনো কবির কবিতার মত করে বলেছিলাম;ভালোবাসি গোধুলির নীড়ে দন্ডায়মান দার্শনিক চোখের ডুবন্ত সূর্যের মত;সে বলেছিলো,অনেক অাবেগ ভরা চোখে;ভালোবাসার মানে কি জানো?
অামি বলেছিলাম,ধরো তোমার হৃদয় সিন্দুতে বসন্ত প্রবাহ লেগেছে;
সে বললো,সজীব পাতার মত সুগন্ধমোদিত
হয় যখন ভালোবাসি বলো তুমি; তাই তোমায় অপেক্ষার সাগরে ডুবাতে চাইনা;ধরো নেও ভালোবাসি;
জানি সে রাতে তুমি ছিলে পাশে;পৃথিবীর কলঙ্কিত অধ্যায়ের শেষে যখন ভোর অাসে;
মুখোমুখি জীবন দাড়িয়ে রয়;সময় শুধু বলিবার ;পাশাপাশি বসিবার ;যেন কল্পনার স্বর্গে হারাবার;