৫২ এর আন্দোলনে আমরা ছাত্র দল,
রাষ্ট্র ভাষা বাংলা করার মিছিল করি চল।
স্বপ্ন মোদের স্বাধীনতার,  
মায়ের ভাষায় কথা বলার,
উর্দু ফুরদ্দু মানি না!
ভিন দেশীদের ভিন্ন ভাষা,
আমার কেন মানবো তাহা?
কথা মোদের সোজা স্যাপ্টা,
চলবে যদি চলুক গুলি
দুর্বার মোরা দুঃসাহসী!!
দল বেঁধেছি সারি সারি,
রাজপথে আজ লক্ষ ধ্বনি!!
এমন সময় পাক বাহিনী,
কামান হতে ছুড়লো গুলি;
থেমে গেল শব্দ ধ্বনি!!
লুটিয়ে পড়লো দেহখানি!!
রক্তে ভেজা রাজপথে তবু,
থামে নি আমাদের দাবি!!
ভাষার জন্য প্রাণ দিয়েছি,
আমরা প্রথম জাতি!!
রক্ত দিয়ে নাম লিখেছি একুশে ফেব্রুয়ারি।