বাবা বলতো,তোকে উচ্চশিক্ষিত করবো!
টাকার জন্য অাটকাবেনা,
ব্যাংক ব্যালেন্স তোর জন্য
তুই ভালোথাকলেই অামার অানন্দ।
মা বলতো,তোকে দেশের যানজট হতে দেবনা।
অামি বলতাম এ বয়সে
ট্রাফিক পুলিশ বানিয়ো না।
সবাই নিজেকে চিনতে চায়,
আমিও চাই!
তাই নিজেকে নিজের মাঝে উপস্থাপন করবো!
কারন আমি অন্যের মতো হতে চাইনা।
মাধ্যমিক এর পরে,
অাপু বললো,তুই ইংরেজীতে অনার্স কর।
অামি বললাম অামি বাঙালি,
তাই বাংলাবিদ হতে চাই।
অামি অামার ভাষা দিয়ে,
জয় করবো সমগ্র বিশ্ব!
অামি সেই পৃথিবীর পাখি হব,
যেথা অর্থের বিলাশিতা রবেনা।