এই পৃথিবীতে আমি চাই যাহা
তাহাই যে কেন হয়না,
পারিনা বুঝিতে আজো সে কথা;
সব ভালোলাগা হারিয়ে যায়,
হারিয়ে যায় সব কথা;
এমন একটা সময় আসে,
যে আমার পরম ব্যথা;
কেন ধরতে গেলেই হারিয়ে ফেলি,
ধরতে চাওয়া উড়ো চিঠি;
আকাশের পানে উড়িয়ে দিয়েছি,
আমার ভাগ্যধর সে ঘুড়ি;
জীবনের প্রান্তে না চাইতে পেয়েছি,
তবু নেওয়ার কালে হারিয়েছি;
কিছু অধরা স্বপ্ন দেখিয়াছি ঘুমে,
হয়নি কো সত্যি!
কখনো কোন কালে কিছুটা ভুলে।
আমিতো আমার মত করে চেয়েছি,
কিছু সময়ের শান্তি!
তবু সে শান্তিছবি যেন নিরাকার,
অঙ্কিত হলোনাকো মনে;