রাত পোহালেই রবিবার,
ভোটের মাঠে দেখা হবে বহু ভোটারের সাথে!
মৌলিক অধিকার ভাই-তাই একটু যাচাই করিতে চাই!
কারন আমি প্রতিবাদী ভোটার হতে চাই!
আমি গড়িবো দেশের শাসক-শোষকের ধ্বংসের ধূলিতে।
আমার মস্তিষ্কের বিন্দু বিন্দু জ্ঞানের সমাহার দিয়ে,
তাদের চিহ্নিত করে দেবো-
যারা নিজেকে বিলিয়ে বাংলাকে ভালোবাসে অবলীলায়-অগোচরে।
আজ এ দেশের তিনশো আসনে হাজার খানেক হাফপাস প্রার্থী,
ফুলপাস করিতে দর কাশাকশির বাজারে রীতিমতো চলিছে আহাজারি!
কোন নেতার দৌঁড় কতখানি,
তাহা বুঝিতে দিনের শেষে আমি প্রতিবাদী,
সব নেতার মিছিল মিটিং করি মাতামাতি।
আজকাল চায়ের দোকানে এই নিয়ে তুমুল ঝড় উঠে!
এলাকা গুলো ভরে উঠেছে নেতাদের রাঙা পোস্টারে!
হরেক রকম মার্কা তাদের ভিন্ন ভিন্ন ব্যানারে।
ভাই আমি আমার আসনে মহান নেতা কে চাই,
কারন  আমি প্রতিবাদী ভোটার হতে চাই!