অানমনে,
তোমার দিকে অগ্রসর হচ্ছি একটু একটু করে,
কিন্তু বাইরে যে বৃষ্টির ছন্দে
পথ-ঘাট ভরে অাছে কাঁদাতে,
বাস্তবে তোমায় ছুঁয়েছি বা কবে!
জলে তোমার নৃত্যদিনের সরলতা গুলো
ভাসে,যখন দেখি চেয়ে,
তখন বেশ ভালোই লাগে!
সেখানকার জলগুলো একদম পরিষ্কার,
ঘোলা হতেই পারেনা!
মন কেড়ে নেয় তার শীতল সন্ধ্যার ডাক,
যেখানে নীড় খুঁজে পায় নীরবতা!
বিপরীত সুরে চলে যাই অন্ধকারে,
হয়ত অাবার ফিরি,
জীবনের জোয়ারে অামি অাবার ভরি!
যে কলকল ডাকে তোমায় পেয়েছি,
সেই কলকল গভীর হতে অারো গভীর হয়েছে চিরকাল।