তোমার সাথে কথা বলবো;
হয়ত খুব ইচ্ছা জাগে;
কিন্তু তুমি তো বনলতা;
চুপ করে থাকতেই হবে!
তাতেই যেন যত বাহানা;
অামি কিন্তু ছাড়ার পাত্র না,
তোমার সাথে কথা বলবোই!
হোক না সেটা অতিদূর নিজ-গৃহে;
তোমার কন্ঠ শুনতেই হবে! এমনটা নয়
তোমার অস্তিত্বের স্পর্শে অামি খুশি;জানো কি?
তোমাকে জানবোনা! হাঁড়ে হাঁড়ে চিনি;
কিন্তু অাম্মুকে কি করে ফাঁকি দি?
তাইতো চুপচাপ বনলতা অামি;
অামার লেখা তোমায় ছু্ঁয়ে দেয়?
দেয়তো!!! তবে তাতেই অামি খুশি;
তাই হাসি,,,
জানো সে হাসি কতো গভীর?
জানিনা তো,,,,না জানাই ভালো;