তোমার উদাসীনতা গুলো ভালোলাগতো;
ভালোলাগতো তোমার বাঁচালতা;
কথা বললে অার থামতেনা;
তা এখনো হৃদয়ে গাঁথা;
যখন বাবার বাসায় ছিলে,
তখন তোমার চিঠি অাসতে টিলিগ্রাফে প্রতিদিন একটা করে;
যখন সেগুলো পড়তে বসতাম,
তখন অাবার তোমার টেলিফোন;
যেন প্রতিদিনের রেকডিং শুনাতে,
কি করছো এখন?
অাচ্ছা জ্বালাতে তুমি!!!
সম্পর্কের প্রথম বসন্তে! তুমি এসেছিলে অামার ব্যাচেলার রুমে;
ঠিকমত ঘুমাতেও দিতেনা;
বলতে যেন পাগলীর মত করে
অাজ সারাদিন ঘুরাতে হবে;
এমনই করে যেত দিন!!!
মনে পড়ে সেই বৃষ্টি স্নাত রাত,
তখন তুমি ছিলে প্রকৃতির নীড়ে,
তোমার পদধূলিতে মৃত্তিকার হৃদে মৃদু কম্পিত উন্মাদনা জাগতো;
অামার ভালোবাসা ছিলো তোমার ইচ্ছার মত,অার তোমার ইচ্ছা ছিলো প্রজাপতির মত মুক্ত,,অামি সেই মুক্ত মেঘ;
তোমায় পেয়ে যারা সুখি হয়েছিলো!!
তারা অাজো সুখে অাছো;কিন্তু অামি পারিনি!
সে ছিলো একটা বাতাস;একটা শব্দ;
যে শব্দ প্রতিনিয়ত শুনতে পাই রাস্তার ধারে,
যানজট,ট্রফিক সিগন্যালে;তুমি মিশিছো সেখানে;তোমার অনুভব অামার মৃত্যুকে হারমানিয়ে মিলেছে অাত্মার অার্তনাদে;