যদি হঠাৎ করে অাকাশ ছেড়ে
বাবা অাসে মেয়ের কাছে,
ঘুমটি ছেড়ে চোখটি মেলে
বাবুই দেখে বাবার কোলে।
কেমন হবে তবে!
বাবুই একটু ভেবে বল,
"কত অবাক হত সবে"!
ফেল ফেলিয়ে চাইতে যখন
বাবা বলে ডাকতে তখন!
বঝতে তুমি,"বাবা হল মায়ার সাগর
বাবুই সেই খানেরই জল"।
তারপর হত সবই,
যা যা চাইতে তুমি!
বাবা বলত ডেকে,"অায়রে মা
একটু অাদর করি তোকে"।
তুমি তখন অাদর খেতে
বাবার কাছে অাসতে ছুটে!
বলতে যেন অভিমানে,
বাবা তুমি কোথায় ছিলে?
এত পর কেন এলে?
বাবা বলত থাকনা বাবুই
পুতুল খেলবে চলো,
তারার দেশের পুতুল এনেছি কত!
যেন রুপকথারই মত গল্প যদি হত!
পেতে যদি চাঁদের মত,
রোজ রাতে তে বাবার স্নেহ।
অাহা কতই ভালো হত!