রাত এগারো টা বাইশ,
বাইরে দেখো কি বৃষ্টি!
তুমি থাকলে ভিঁজতে বুঝি?
রাতে পৃথিবী অাঁধার থাকে,
সব কোলাহল নীড়ে ফিরে যায়।
পাখিরা তখন নির্ঘুম গল্পে হারায়!
দূরের মেঘগুলো কাছে এসে চিৎকার করে।
ঝিঁঝিঁ দের কথা অার কি বলবো,
তারা চুপ থাকেই বা কবে!
তখন কল্পনা গুলো মাথা নাড়ে।
ধরো ভেবে নিলাম তোমায়,
বাবুই ও যদি তাদের মাঝে হারাতো,
চারিদিকে বৃষ্টিস্নাত সন্ধা!
বাবুই একা!                                
তার চুল বহমান প্রবাহে চলে যাচ্ছে অাকাশের পানে উড়ে।
বাবুই হাসছে!                               চোখ দুটো জোনাকির মত জ্বলছে!
কখনো তাহার কোমল পাতা মৃদু কম্পিত হচ্ছে!
বাবুই কাঁপছে!
তবু অনেক অানন্দ পাচ্ছে!
বলতে পারো সে অানন্দের সাক্ষী অামি!
তুমি ভয় পাবে বলে,
অামি তোমার কাছের গাছে বসে
দেখতাম সে দৃশ্যরূপ।