বাবুই তুমি ছোট্ট পাখি
দুষ্ট ভীষণ তীক্ষ্ণ অাঁখি,
অাপন হস্তে মহিমা ধারী,
পটু ভারি!তারিফ করি;
প্রতিদিনই তোমায় দেখি
লজ্জা ছেড়ে ঊষাকালে
উড়ছো পালে অাকাশ কোলে,
বিশ্রাম নাহি.........
চোখ ঘুরিয়ে অন্য পানে,  
তোমার ছানা হাওয়ার তোড়ে
উচু গাছের মাতায় চড়ে,
দুলছে অবিরত........
অাহা কি অানন্দ!
জীবনে অাসে বসন্ত,
বলে তারা গুনগুনিয়ে
শব্দ জমে অামার কানে,
সে শব্দ ঝরে পড়ে
সবুজ ঘাসের কোণে;