মা ডাকে বাবুই বলে,
বাবুই কিনা জানিনা তা।
তবে যদি বাবুই হতাম!
মা কে নিয়ে অনেক ঘুরতাম।
সবুজ গহীন অরণ্য খুঁজে,
বাসা নিতাম কৃষ্ণচূড়ার ডালে।
যেদিন হঠাৎ ভর দুপুরে
বৃষ্টি দেখতাম দৃষ্টি জুড়ে,
মহানন্দে, নেঁচে,গেয়ে
খেতাম খাবার মায়ের ঠোঁটে।
মা কে নিয়ে রাত দুপুরে!
উড়তে উড়তে চাঁদ পেরিয়ে,
মহাশূন্যে একটু থেমে,
মা পেয়েছে ভয়!
আমি তোমায় জড়িয়ে ধরে
বলছি যেন,"ভয় পেওনা!
বাবুই আছে পাশে।
রাত পোহাতো গ্রহে গ্রহে,
সকাল হলে আবার নীড়ে।
হঠাৎ যেন ঝড়ের মাঝে,
হাওয়ার বেগে দুলছি জোরে।
তুমি তখন মগ ডালেতে,
কাঁপছো ভীষণ ভাবে।
আমি তখন সাহসী মেয়ে,
ডানা দুটো একটু তুলে
দেখতে গেলাম মেঘটা কেন কাঁদে!
তুমি তখন বললে ডেকে,
যাসনে বাবুই!
বিদুৎ অনেক আকাশ পানে।
মাগো সেদিন দুষ্ট আমি,
ঠিকই গেলাম মেঘের বাড়ি।
************************




আমার বন্ধু ইয়ানা মাফরিন কে নিয়ে লেখা।