তুমি কি দেখেছো চেয়ে একটি বাংলাদেশ
দাঁড়িয়ে আছে লক্ষ যানজটের ভীড়ে।
হয়তো ধনীদের পাহাড় সমো ভূমির উপরে,
হয়তোবা অসহায়, অনাহারীর ক্লান্ত চোখের সাগরে।
এভাবে অবলীলায় এ দেশ বয়ে যায়!
জীবন জীবিকার তাগিদে কখনো ট্রাফিক সিগনাল ভেঙে,
শহরের মানুষগুলো হারায় ঝুঁকিপূর্ণ কাজে!
পরিশেষে চেয়ে দেখি দুর্ঘটনার রক্তেমাখা বাংলার রাজপথ,
রাজনীতির ঝড়ে ঝরে পড়ে শত প্রাণ!
সকালের সমিরে লক্ষ শকুন ডাকে!
শত বছর পরে বাংলার বৈচিত্র্য কমেছে,
মাঝে মধ্যে পাখির মেলা বসে এ নীড়ে।
কৃষ্ণচূড়ার রেং রংধনু আঁকা হয় আসমানে।
তবু আজো ভালোলাগে যখন আমার দেশ রোহিঙ্গাদের জন্য কাঁদে!
সোনার বাংলা এখনো আছে!
শুধু সোনার মানুষগুলো হারিয়েছে!