বন্ধু তুমি কখনো মুক্ত পাখি,
কখনো দুষ্ট প্রজাপতি;
সবুজ অরণ্যে কখনো রূপসী,
কখনোবা রাগের বিত্তশালী;
বন্ধু তুমি কখনো একরাশ আনন্দ,
কখনোবা খুশির খুকি;
কখনো ভাবে ভরা চঞ্চলতা,
কখনোবা নিরবে মাতোয়ারা;
বন্ধু তুমি কখনো আকাশের আবহাওয়া,
কখনোবা জলের কান্না;
কখনো প্রিয় ফুলের তোড়া,
কখনোবা হৃদয় বেদী জোড়া ভালোবাসা;
বন্ধু তুমি কখনো মেঘদূত,
কখনোবা শ্রাবণের ধারা;
কখনো নয়নের অনন্ত নেশা,
কখনোবা সারাজীবনের তৃষ্ণা।