সেদিন কথা হল
তুহিন এর সাথে;
তার গাঁয়ে লেগে থাকা জীবিকা নির্বাহ
করার ছাপ ;দরিদ্রের তাকমা,
অামায় পুড়ালো অনলের দহে।
অাজ দুই যুগ পরে,
প্রিয় বন্ধু কে দেখার ইচ্ছা জাগিল মনে;
তাই তার কাছে।
কিন্তু তুহিনের অাজ লজ্জা খুব,
নিজেকে দেখাতে চায়না।
মেধাবী তুহিন টাকার তৃষায় হারা।
তার ব্যাক্তিত্ত নিঃসকলঙ্ক হীন চাঁদের মত;
ছেয়ে অাছে গগনে;
নিয়তির রাজনীতিতে বিরক্ত।
শিক্ষার মান পড়ে অাছে,
অতীতের দর্গা শরিপে।
অামার লেখার কালি ভরা খাতা,
তুহিনের নিকট ঋণী।
তবু কিছুই করতে পারছিনা!