বন্ধুরা বলতো, তুই আর প্রেম দুটো আলাদা গ্রহজগতের,এক হতে পারবি না!
কক্ষপথ যে ভিন্নরকম!
আবহাওয়া টাও নাকি আলাদা,স্বাভাবিক নয়!
ফেল হবি এ বিষয়ে চর্চা না করাই ভালো,
এ কথা আমিও জানতাম!
প্রেমের চিরকুট লিখেছি অসংখ্য কিন্তু নিজের চিরকুট সাদা খামে মুড়ে রেখেছি আজো!
বন্ধুদের বায়নাতে ঘটক,দালাল সবই ছিলাম একবাক্যে,এক কথায় বাচাল!
ভালো তো লেগেছিলো আমারও তাদের মধ্যে অনেক অজানা শিহরণ, কিন্তু ধরা আর হলো না!
মনে মনে এখনো ভাবি যদি কখনো ধরতে পারি, তবে সেদিন বন্ধুদের বলবো দেখ আমিও পারি;
নেহাত এতদিন করিনি!