অামার অাকাশ ছিল তোমার বসন্তে,
সে মাতাল শিহরণ দেখেছো কখনো?
জানিনা,তবে ভালোবাসি সে শিহরণ!
সে মাতাল উন্মাদনা!
তবে মেতেছো!
অাবহাওয়া বহমান এ হৃদয়।
সেদিনের সেই কাব্যিকতা,
কখনো বেমানান পৃষ্টে জুড়া হয়নি!
বসন্ত এলেই হারিয়ে যাই অাজো,
শহর ছেড়ে একটু নিরালয়।
সেথা খুঁজে পাই,
কলঙ্কিত অধ্যায়ের নিরাময়।
প্রেম তোমাকে পেয়েছি,
প্রিয়সীর বসন্তীরঙের উল্লাসে।
যার মৃদু কম্পনে,
হৃদয় দুলেছে অহরহ।
অামি ফিরাতে পারিনি!
তোমার ডানা চঞ্চলতায় ভারা,
তাই বসন্তে নেই মানা।