খড় কুটোতে ভরে অাছে
বুলবুলি টার ঘর,
নিচ হতে তা যায় না দেখা
সবুজ পাতায় পাশগুলো যে ছাওয়া।
ঝড়ের বেগে হাওয়া এলে
পাতার ফাঁকটা একটু খোলে,
তখন বুলবুলিটা শাখায় উঠে
থোকায় থোকায় খেলা করে।
খাড়া ঝুটি তবু না নড়ে,
বুলবুলিটা নাইবা পড়ে।
অন্যদিকে মস্ত বিড়াল
গস্তো খাবে বলে,
অবলীলায় প্রহর গোনে।
স্বপ্ন অাসে বিড়ালের প্রাণে,
বুলবুলি দিয়ে ভোজন হলে
বাহ বড্ড মজা হবে।
ফাঁদ পেতে সে
দু হাত তোলে খোদার তরে,
বুলবুলি যদি অাজকে মরে
তবে দাওয়াত খাবে সবে।
দুপুর হতেই ফাঁদ পেরিয়ে
বুলবুলি টা গেলো উড়ে।
বিড়াল মসাই রেগে মেঘে
বললো শেষে মুচকি হেসে,
অাজ মনে যে ভীষণ দয়া!
তাইতো ছাড়লাম পালা!