কিছু করার ইচ্ছা জেগেছে বলে-এসেছি অামি তোমাদের নিকটে-হয়তো এই বাংলায় শত মানুষের ভীড়ে,
হয়তোবা এক শিল্পীর চোখে নবরূপে-
তোমার হারিয়ে যাওয়া দৃশ্যপটে-ঘুরেছি অবিরত ক্লান্ত এক অন্ধকারে;
গহীন কোণের কোলাহল ফেরাতে এসেছি-হে উড়ন্ত পাখি তোমাদের শব্দ ভরা ডাকে,
বর্তমান সময়ের চিল-তুমি কেন উড়ো গন্ধ ভরা কালো-নীড়ে?
সকালের বাতাসে অাগামীর শিশুরা-অচেতন মনে হারাবে,
বন্ধী দেয়াল গুলো ভেঙে ফেলো-সব বাধার সমুদ্র পেরিয়ে চলে এসো-হে সোনালী প্রজন্ম খুঁড়ে বের করো-স্বাধীন হওয়ার অানন্দ;