নাম তার ঢাকা,থাকেনা কখনো ফাঁকা;
শত শত গাড়ি,তারই দু-ধারে উচু উচু বাড়ি।
রাতি ঝিকিমিকি বাতি,ঘোর কেটে ভোরে,
চেয়ে দেখি রাস্তার পরে,মানুষেরা এক দল দাঁড়িয়ে!
         হর্ণ বাজে ঢাক ঢোল কান,মাথা রসাতল,
         চাকুরীর তালে তারা ছোটে পালে পালে;
পাখি সব ঘুমিয়ে,গ্রাম কোথা হারিয়ে!
মানুষ যেন অজানা ভীড়ে,আজো খালি পেটে তালি পড়ে!
জীবন হল ঠেলাগাড়ি,ঠেলবি তবে চলবে ভবে,
মনুষ্যত্ব কোন বা দেশে?কবেই বা শেষের পথে গেছে?