অসংখ্য  ধন্যবাদ অাপনাকে!
কেন দিচ্ছেন জানতে পারি?
বারে!অামার উপকার করলেন যে।
সেটাতো অামি করিনি!
তবে কে করল?
কি জানি! তবে অামি না।
মিথ্যা বলছো!অামি দেখেছি তোমায়!
বাহ! একবারে তুমিতে!
কি চালু অাপনি!
দংখিত! মুখ ফসকে বেরিয়েছে!
এজন্যই ধন্যবাদ চাইনি!
অাপনাদের কৃতজ্ঞতা অামার জানা!
তুমি বলা ঠিকনা মানলাম।
কিন্তু অাপনি বললে বিভেক নাড়া দেয়।
কেন শুনি???...
কৃতজ্ঞতায় অাপনি বলা!
চলে! তবে সমবয়সীদের জন্য না!
তাই তুমি তে থাকলাম।
বাহ!বড় উপমা অাপনার!
অাজকাল কবিতা লিখছেন নাকি?
সময় কোথায়!
এ শহরে চলাই দূর্গম।
অাজ অাসি!কিছু কাজ বাকি!
সময় পেলে অাসবেন কিন্তু।
যদি তোমার শহর চায় অামায়!
তবে অাবার দেখা হবে!
অাজ বিদায় বন্ধু।