তারার দেশে চাঁদ উঠেছে,
রোজার শেষে ঈদ এসেছে,
মোদের খুশির দিন!
নতুন পোশাক  পরো সবে
রাত পোহালেই জামাত হবে।
বন্ধু-বান্ধব আসবে ঘরে
সিমাই রাঁধবে মা যে ভোরে।
নামাজ শেষে কোলাকুলি,
পায়জামা আর পান্জাবি
মাথায় মোদের  সাদা টুপি।
নিমন্ত্রণ রাখতে দেখবে
পান চিবিয়ে ভর দুপুরে,
কিছু লোক যে যাবে ছুটে,
আত্মীয়ও দের ঘরে ঘরে।
ফেতরা দিবে ধনী সবে,
ভিখারি দের প্রাণ জুড়াবে
কেউবা রাধবে,কেউবা খাবে,
কাঁদবে না কেউ!
দেখবে না কো, চোখের কোণে জল!!
এই আনন্দে শামিল রবো,
সবাই মিলে এক যে হবো
থাকবেনা কো উচু -নিচু,
দেখবে তবে আকাশ ছেড়ে
চাঁদ যে হাসবে সবার প্রাণে;