আমার অনেকদিনের ইচ্ছা ছিল
তোমার সাথে একরাত হাটবো,
কিন্তু তোমার সময় হলোনা।
বাস্তু যানজটে আটকে গেছি,
তোমার কাছে ফিরতে চাই
আমি ঠিকানা ভূলিনি।
তোমার শহর আমায় প্রতিনিয়ত টানে
সন্ধ্যা চলে যায়,ফিরা হয়না।
রিদয়ের আয়না গুলোয় আজ বড্ড ময়লা জমেছে,
বিশ্বাস তোমাকে করতে বলিনা
কারন নিজেকে নিজে বিশ্বাস করতে পারিনা।
টাকা কিনা করে!
তোমার আমাকে মনে পড়েনা?
হে নিরা এই নিরালয় ও তোমাকে খোঁজে
তবু সে শহরে ধুলোয় দুষিত।
তাহলে তুমি আসবেনা!
কিন্তু কি করে?
পাখির ডানায় চড়ে আসোনা!
সে কল্পনা কবেই হারিয়ে গেছে!
তোমার অনূভুতি গুলো চোখে ভাসে,
কিন্তু এক সাগর বাধা!
পার হবো নাবিক খুঁজে দেবে?
তুমি কি আমায় নাবিক হতে বলো?
জানিনা,একা যে ভাসতে পারিনা।
তবে ভেলা তৈরি করো!
স্রোতে ডুবে যাবো যে!
তুমি ডুবেই মরো, আসতে হবেনা।