গান,গান অার গান!
শুনাও না একটা গান;
হোক কবিতার থেকে কিছু অালাদা,
তোমার সুর শোনার একটা বাহানা;
তাই দেরী না করে বলোনা,
যা ইচ্ছা তাই তো!
তোমার মনে যাহা চায় গো;
হোক এ রাত একটু মধুর!
কিছু সময় মাতাল শিহরণে কাটুক;
অন্তর যেন গো তোমার ভেজা উষ্ণ সন্ধা,  
মৃদু কম্পিত কম্পন লেগা থাকা মৃত্তিকা;
তাই বল, বল,অারে বলনা!
গান না শুনলে যেন ভোর হবেনা!
উন্মাদনা যেন বেড়েই চলিবে!
তারারা ডুববেনা!
তাই ঈশান কোণে মুখটি তুলে বলো!
ফোনের তরে শুনুক সবে;
ভালো না হলে,ক্ষতি কি?
শিল্পী তো নয় তুমি!
তাই বাহানাটা না হয় থাক!
এ বেলা গান দিয়ে শেষ কর;