কিছু কথা লিখে ফেললাম,
তোমার হাসি লেগে থাকা মুখের কথা ভেবে।
হয়তো একটা কবিতা!
সেদিন কখন ভোর হলো জানিনা!
হয়তো চাঁদের প্রাণবন্ত চিত্র ছিলোনা অাকাশে,
তবু বাইরে ছিলাম!বহমান বায়ুর সাগরে।
সেদিন অাঁধারের লুকোচুরি দেখা হয় নাই!
দেখা হয়নাই জ্যোৎস্নার গা জড়ানো অালো।
তবু কেন মনে হয়,
সেদিন পূর্ণিমা ছিল-লক্ষ অালোতে হেসেছিলো চাঁদ!তুমি সিক্ত করে দিয়েছিলে অামার অনুভব!
সেদিন সকালের সূর্যে দগ্ধ হয়ে,
তাড়াহুড়ো করে উঠে ছিলাম।
সেদিন কন্ঠের ব্যস্ততা ছিলো,
ছিলো তোমায় দেখার মুক্ত ইচ্ছা।
অাবার সেই প্রান্তরে এলাম,
যে প্রান্তরে অামার ইচ্ছেগুলো উড়েছিলো তোমার খোলা বাতাসে।
চিঠির মতো করে-
সেদিন হৃদয়টা পকেটে মুড়ে রেখেছিলাম,
তোমার অাসার অপেক্ষাতে!
জানিনা তুমি কখন অাসবে?
এ অপেক্ষার শেষ কবে!
তবু দাঁড়িয়ে ছিলাম অবলীলায়!
জানি তুমি অাসবে-অামার হৃদয়ের মরুতরে,
হয়তো নীলাম্বরীর মতো করে!
অবশেষে তুমি এলে,
এই পৃথিবীর দৃষ্টি গুলো নিভিয়ে।