তোমার মন খুলে দেখ
হয়তো সেখানে আমি আছি,
অনেক আগে থেকেই।
যেমন করে রাতের আকাশে মিশে আছে মেঘ,
সাগরের জলে ভেসে আছে ঢেউ।
যেমন করে অন্ধকারে,  ঘাসের উপরে
অপেক্ষারত  সকালের রোদ;


ঠিক তেমনি করে তোমার অগোচরে,
হয়তো তোমার ভিতরো আমার অবস্থান
যেন জীবন্ত,হয়তো চলমান!
যেমন করে সন্ধ্যার বাতাসে বসন্ত হাসে,
তেমনি করে তোমার বিবর্ণ বন্ধ দ্বারে
আমার অগ্নিঝরা রবি কাঁদে!
তুমি আসো না তাই,
আমি অবলীলায় অস্ত যায়।
মন মাঝি তার খেয়া নিয়ে ফিরে আসে তীরে,
সুতা ছেড়া ঘুড়ি উড়ে  আকাশের নীড়ে;
পড়ি থাকি শুধু আমি,
কেটে যায় অনন্ত কাল অনন্ত রজনী।
সবুজ পাতার রঙে আবার রাঙাই তোমায়,
ফাল্গুনের সব রং লুটিয়া,মাখিয়া লই  হৃদে।