শ্রাবণের দৌড় গড়ায় দাঁড়িয়ে হৃদয়!
বসন্ত বাহারে দেখিনা তাহার পদচিহ্ন,
যাহারে খুঁজি জানিনা সে কোথায় মিশে;
দেখিনা চোখে স্নিগ্ধকর এক সন্ধা,
যেখানে দাঁড়িয়ে রবে ভবিষ্যৎ অম্বরি;
যাহার প্রতিক্ষায় নির্বাক চোখ দুটি,
কবে মিলবে সে ছবি!!!
উচ্চরিত হবে ছন্দময় সে কাব্য;
যাহার নৃত্যে নিত্যদিন পড়ে রবে ছায়া
হে উন্মাদিনী সেখানে থাকবেনা অালেয়া;
কিছু জীবন্ত স্মৃতি যেন উড়ে বেড়াবে
এই নীল গগনের কিনারায়;
যেন এক বসন্তের মাতাল শিহরণে দুলছে,
এক দুলানি চিন্তা ভাবনা ঠুটে,
তাইতো অাবার অামি হয়ত তাঁকে খুঁজি;