জীবন অনেক সুন্দর!
কিন্তু অামি কি তা দেখেছি কখনো?
জীবন দেখিয়েছে পৃথিবীর নিষ্ঠুর চিত্র,
অামি তার রঙ্গমঞ্চে হারিয়েছি অবিরত;
জীবন অামাকে দিয়েছে
সময়ের ক্লান্ত রোদের ভিতর
কখনো কষ্ট স্নাত দুপুর,
যার অশ্রু স্নানে কেঁপেছি!
তবু জীবনকে ভালোবেসে অামি উদাসী;
তাই জীবনের মানে খুঁজিতে
অামি এখনও অবিচল,হয়নি কো শান্ত;
পৃথিবীর সুন্দরকে দেখার প্রয়াসে,
জীবন করেছি উৎসর্গ;
অার বন্দী রবো না,
এবার জাগিবো মৃত্তিকাভেদে সুবিশাল বটের মত করে;