ইবাদত কেবল তাহার তরে; যিনি সৃষ্টি করিয়াছে তোমায়;যিনি কুরঅানের মাঝে লিপিবদ্ধ করেছে জান্নাত;নাজাতের দৃষ্টিপথ;যিনি তোমার দেহখানি করিলো মৃত্তিকার মত;যিনি তোমায় দিলো ধরণীর বুকে;মৃদু কম্পিত প্রাণ;বসন্তের মত অনুভবী হৃদয়;যার কাছে তুমি ঋণী;যিনি তোমায় দিয়েছে জননীর নীড়; যেথা তুমি মনিবের ন্যায় শায়িত দিবারাত্রি ;যিনি  অসংখ্য অমৃত দানে তোমার তৃষ্ণা ঢেকেছে ; বিবেগ করেছে দান;তাই তুমি সৃষ্টি মহান;তাহার ইবাদতে মগ্ন থাকিবে;তোমার কাছে অামার এই অাবদার;হে জন্ম-মৃত্যুর মাঝামাঝি দাঁড়ানো অসংখ্য পাখি;খোদার অারশের ধূলিকণা মেখিয়া দিয়েছো কবেকার নিরাকার গাঁয়; কখনো কি তুমি দাঁড়িয়ে দেখেছো তোমার নিরব গমন;যখন যেখানে বিপদে পড়িবে;স্মরণ করিবে তাহাকে;যিনি সৃষ্টি করেছে তোমায়;