যদি  বেদনা  দেও, আমি   মদ   পান করিবো,
আমি  সাগরের  জলে  ডুবে  মরিবো।
হয়তো  এ দেহ  ভাসিয়া  আসিবে  তীরে
চিরতরে  ঘুমিয়ে  যাওয়া  হৃদয়  খানি  লয়ে,
চিরঅম্লান চোখে থাকিবো  চেয়ে  নির্ঘুম দিবালকে।
যদি  বেদনা  দেও, আমি  মদ  পান  করিবো,
আমি   সাগরের   জলে   ডুবে   মরিবো।
এই দুনিয়ার ধূলিকণায় আমার নিসাড় জীর্ণ মস্তক মিলাবো,
অবলীলায় দিবারাত্রি বিরহের সহিত শায়িত থাকিবো।
সারাদিনের   তুষারে   শিহরিত   সে   রূপ
আর  উদয়  হইবে না  কো  প্রভাতের  তীরে,
খুজে    পাবে  না    আমায়   এ   নীড়ে।
অন্তিম  সময়ে   ছোঁয়াবো না  তোমায় অবিচল  অন্ধকার,
ঝলসে  যাওয়া  মন  আমার  যেন  কষ্টের জোয়ার।
যদি  বেদনা  দেও, আমি  মদ  পান  করিবো,
আমি   সাগরের   জলে   ডুবে   মরিবো।
*************************
( যদি নির্বাসন দেও, কবিতাটি পড়ে আমি অনুপ্রাণিত হয়ে এই কবিতাটি লিখেছি )