যখন  আমার  মুখের  কথা
                 ফুটবেনা   আর   তোমার   তরে,
পড়বে না  আর   চোখের    পাতা,
                 অবাক    করে   হারিয়ে   আমি,
    সেদিন    নাই বা    বলবো     ভালোবাসি!


তারার     মাঝে    লুকাই    আমি,
                 শশীর   বেশে   ফুটবো   রাত্রি।
আমার    প্রাণের    সেই    হাসিটি,
                  ভোরের    কোলে   উঠবে   জাগি।
হয়তো   দেখবে  আকাশ  পানে,
                  না  হয়   ভাসবে  এই   বাতাসে।
আমার   ছবির   সেই   পাতাটি,
                   সতত   পড়বে   তোমার   চোখে।
আমার    প্রেমের   এই     মালাটি
                    বিলিয়ে   দিও   ধরার   ফুলে।
একটি     রাজহংসের    অবাদ    বিচরণে,
               কিংবা  একটি   কোকিলের   কোমল
কন্ঠে,
   রবো  আমি  অমর  হয়ে,  মধুর   স্মৃতির   বলে।