তুমি আমাকে একটা রাত দিবে!
ধরো তার ঘোর অমানিশা খেয়ে ফেলবে জোনাকি,
চোখ দুটো ঊর্ধ্বলোকে অচিরেই হারিয়ে,
চুলগুলো ভেসে রবে ঘাসে;
হাতদুটো পরস্পর মিলিত হবে বহুলালোচিত মিলনে,
দেখিবে চেয়ে নিরব সেবিকা হয়ে বিহঙ্গ উড়িবে আকাশ,
যে ঠোঁটের শীস তোমায় থেকে যেতে বলে
ধরো চিরজীবনের তরে!
এ বুকের বাটে কিছু দুঃসময়ের পরে
আনন্দ ভীড় জমাবে হেসে খেলে!                                  
প্রেমের ঘনঘটা ভরা এ অরণ্যে সব হবে,
যদি এক হরিনী কেড়ে নেয় কিছু সময়ের চাওয়া পাওয়া!