অাজ হলো এ কি!
নিতাইও হতে চায় নেতা!
ক্ষমতা,ক্ষমতা অার ক্ষমতা!
খাবে তোরে ওরে,
পালা,পালা,পালা।
যেন কোথাও কিছু নেই,
দেশজুড়ে শুধু উড়ে
সবাই সবার উপরে।
বহুরুপি ক্ষমতায় বসে বহুজনে,
কেউ নামে রাজপথে
ঐ ক্ষমতারই টানে।
কেউ করে গুলি
কেউ খাটে কুলি,
কারো চোখে হাহাকার
নেতা গেছে মরি!
ও ভাই, শুধাই
কি পেলে তুমি?
বলে মোরে মিলনে,
"মেরে নাকি বড় সে"!
বাহ! বাহদুর ছেলে।
ছলে বলে বাংলারে
এরাই ডুবাবে রে,
ভালো!তবে তাই হোক!
টাকাগুলো পেটেই ঢোক।
ধ্বংসের দুনিয়া তোর
সোনার তরী দে ছাঁড়ি,
ও মাঝি অাজ তোরও
মাঝে চলে রাজনীতি?
তা বেশ!
পৃথিবীর উন্নতি তোর বৈটাতে অাজি!
হবে হবে নাকি দু-এক কাপ,
কি তাড়ি?
দে দে মাঝি,
অামি ক্ষমতাহীন উন্মাদ
হতে এসেছি অাজি।