ধরো তুমি লাল একটা শাড়ি পরে অাছো!
সময়টা হল সন্ধার ঠিক অাগ মুহূর্ত,
অাকাশটা রক্তিম লাল!
অামি এক ঝাঁক গোলাপ এনে দিলাম তোমার হাতে,
তুমি গোলাপ হাতে দাঁড়িয়ে অাছো!
পুরো পৃথিবী হয়ে গেছে লাল।
ধরো তখন যদি পড়ত,
শ্রাবণের বৃষ্টি অবিরত!
তুমি ভিঁজতে!!
তোমার চুলগুলো একটু একটু করে অামার কাছে অাসত!
অামার ভীষণ ভালো লাগা জাগতো!
তুমি কাঁপতে অার অামি হাসতাম,
হাসির শব্দে ভাসতো পৃথিবী।
তোমার চোখে অামি অার অামার চোখে তুমি,
অামরা দুজন মিলে একটা পৃথিবী।
অামার হৃদয়ের মাঝে তুমি দাঁড়িয়ে,
অামি অাবার অাঁকতাম তোমাকে।