সেদিন বৃষ্টিবহুল রাতে,
অারমিন এসেছিলো কিছুক্ষণ এর জন্য;                                
তখন অামি ঘুমিয়েছি সবে;
জেগে থাকলে দেখতে পেতাম!!
সে অামাকে স্পর্শ করেছিলো;
জানিনা তখন সময়টা কত ছিলো!!
তবু অনুভব করেছিলাম!!!
বহুক্ষণ স্বপ্নে জড়িয়ে ছিলাম;
বিচ্ছেদ ছিল সেদিন অাঁড়ালে;
তবে কিছুই বলতে পারিনি তাকে;
ঘুমিয়ে পড়া অসাড় দেহখানি দেখে;
জানিনা সে কত দুঃখ পেয়েছে!!!
অামি তাকে চিনতে পারিনি ;
সে যেন স্বপ্নে জড়িয়ে ছিলো অামাকে;
তারপর কিছুঘন্টা পার!!!
বাইরে বৃষ্টি থেমেছে, অাবহাওয়া অনুকুলে;
ঠান্ডা ছিলো ঘুমের স্বর্গ!!!!!
সেই ঘুমে ছিল অারমিন;
অামি সেখান থেকে বের হতে পারিনি;
তাই চোখ মেলে দেখা হয়নি তাকে;
রাতের শেষে যখন চলে যায় সে,
রেখে যায় লাল কৃষ্ণচূড়া;
এমনি করে প্রতিদিনই অাসে,
কোনদিন দেখতে পারিনা তাকে;
তবু অনুভব করি প্রতিরাতে;