আপনার জীবন বাঁচালাম!
বিনিময়ে টাকা দিচ্ছেন!
ধন্যবাদ,দিলেও নিতাম,
কিন্তু টাকা নিতে পারবোনা।
দুংখিত, বাক্তিত্ত নষ্ট করার ইচ্ছা ছিলনা,
ক্ষমা,এই অকৃতজ্ঞের দাবি!
আচ্ছা,ভেবে দেখবো।
কফি খাবেন?
অন্য একদিন হবে।
ক্ষমা না করেই চলে যাবেন?
দর-কশাকশির বাজার আপনার,
ক্ষমা করার আমি কে!
এমন করে বলবেন না!
কষ্ট দু-পক্ষই পাচ্ছে।
তাই বুঝি!জানা ছিলনা।
সত্যি আজব নগর আপনার!
তবে এনগরে একবার আসুন!
সময় পেলে ভেবে দেখব,
আজ আসি!...........
ক্ষমা উপহার হয়ে থাক!