তোমাকে খুশি করতে পারবো কি জানিনা;
তবে খুশি করার ইচ্ছাতে লিখছি;
কবিতাটা শুনাবো যখন
তখন ফোনের মধ্যে হেসোনা কিন্তু!
কারন অামি তা দেখতে পারবোনা!
অনুভব তো করতে পারবা?
যদি শব্দ ছেড়ে হাসো তবে;
হবে শব্দ ছেড়ে হাসিই হবে!
দেখা হবেনা অনুভব হলেই চলবে;
অামি সেই বৃষ্টির মত অভগা!
যে সকলকে জল স্নানে সিক্ত করে,
কিন্তু নিজে ভিঁজতে জানেনা;
তুমি জানো তাতেই তার অানন্দ!
হয়ত জানি তাইতো
বৃষ্টির মত বারবার রিং দি!
নেটওয়ার্ক মাহাশয়ের দয়া হলে,
তবেই লাইনে পাই তোমাকে;
রিং বাজতে বুঝি তোমার কল!
কি ভাবে?
তোমার কলের সময় জানা যে;
অারে তখন থেকে কথাই বলছি,
কবিতা শুনাবে কখন?
যাসের দেশে রোদের অাকাশ!
কাল ছিলোনা প্রজাপতির বাতাস;
একেঁছি শুধু ছবি!
তুমি কবিতা লেখোনি!
অনেক দুষ্ট তুমি;
অনেক দিয়েছো ফাঁকি!
বহু ছলনা পেয়ে বলছি,
তেমার সঙ্গে অাঁড়ি অামার!
কথা বলবোনা অার;