তোমার জন্য একটা বেনারসী কিনেছি,
যার ভিতরটা সূর্যের মত লাল!
যেখানে তোমাকে দেখাবে হয়তো পদ্মের মত,
যার জলে ভেসে রবো অামি!
অামার সব চাওয়া পাওয়া দিয়ে রাঙাবো তোমায়,
তুমি রংধনু হবে অামার মেঘলা অাকাশের কিনারায়;
তোমার লুটিয়ে পড়া দেহখানি লয়ে নিমন্ত্রণে ব্যস্ত হবে মন!
মনের সেই কল্পনাক্রিত ছবি দেখেছি অাগেই,
অাজ শুধু বরণের বর্ষা সাজিয়ে বসেছি;
স্বপ্ন বিভোর এই অানন্দলোকে,
কত মেঘ ঝরে পড়েছে তোমার এ চোখে!
তার হিসাব করিনি কো বসে!
তোমাকে রেখেছি গভীর হতে অারো গভীরে,
যেখানে মন শুধু মনের কথা শুনে;
তারই এক প্রান্তর ধরে এসেছিলে তুমি,
মুখ-ভরা ছিল যেন অসংখ্য হাসি!
যে বালুচরে তোমার বাসর গেঁথেছি,
তারই মাঝে দাঁড়িয়ে থেকে অপলক কেঁদেছি!
তুমি অার তোমার লাল বেনারসীর মাঝে কতটা মলিন অামি!